Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চৌডালা ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে চৌডালা ইউনিয়ন সপ্তম। চৌডালা ইউনিয়নের আয়তন ১০.৫ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নের পূর্বে গোমস্তাপুর ইউনিয়ন, পশ্চিমে দাইপুকুরিয়া ইউনিয়ন, উত্তরে বোয়ালিয়া ইউনিয়ন, দক্ষিণে চককীর্তি ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের একটি পরিষদ ভবন আছে। এই ইউনিয়ন পরিষদ ভবনটি ২০০২ সালে নির্মিত হয়েছে। ভবনটি ১৫ কক্ষবিশিষ্ট। ইউনিয়ন পরিষদ ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হতে ৩০ কিঃমিঃ দূরে অবস্থিত। জেলা শহর হতে যাতায়াতে প্রায় ১ ঘন্টা সময় প্রয়োজন। চৌডালা ইউনিয়নটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ বিভিন্ন ব্যবসার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া বেশিরভাগ পরিবার কৃষির উপর নির্ভরশীল। চৌডালা ইউনিয়নের প্রধান কৃষি ফসল আম ও ধান। ইহা ছাড়াও এখানে তাঁতশিল্প রয়েছে। ক্ষুদ্র জনগোষ্ঠী এই তাঁতশিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এই  ‌‌‍‍‍‍‍‘ইউনিয়ন পরিষদ’ থেকে শিক্ষার মান উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত আছে। এখানে বিশুদ্ধ পানি পান করার জন্য ১টি ওয়াটার সাপ্লাই সিস্টেম বিদ্যমান থাকলেও ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় স্বাস্থ্যসমস্যা সৃষ্টি করে। সুতারাং কয়েকটি ওয়াটার সাপ্লাই সিস্টেম স্থাপন করা হলে মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে।

ইউনিয়নের তথ্যসমূহ

®

ইউনিয়নের আয়তন

:

১০.৫ বর্গ কি.মি.।

®

জমির পরিমান

:

এক ফসলী- ৪২২.০০ হেক্টর, দো-ফসলী- ২০০.০০ হেক্টর, তিন ফসলী- ১৫৫.০০ হেক্টর।

®

জনসংখ্যা

:

মোট জনসংখ্যার পরিমান ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৩৬২৭১

®

প্রসিদ্ধ পণ্য

:

তাঁতশিল্প, ধান ও আম।

®

শিক্ষা প্রতিষ্ঠান

:

কলেজ ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৪টি, মাদ্রাসা ৪টি, প্রাথমিক বিদ্যালয় 8টি, ইয়াতিম খানা ১টি।

®

ব্যাংক

:

ব্যাংক ১টি (অগ্রণী ব্যাংক চৌডালা শাখা)।

®

খেলার মাঠ

:

বসনিটোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ ও চৌডালা ফুটবল মাঠ

®

ধর্মীয় প্রতিষ্ঠান

:

মসিজদ ৪৬টি, মন্দির ৫টি

®

হাট বাজার

:

বাজার ৬টি, হাট ১টি (এর মধ্যে চৌডালা বাজার বড়)

®

ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ  উৎস

:

জলমহল ও আম বাগান।

®

কমিউনিটি ক্লিনিক

:

৪টি; নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, বিরাম পাড়া কমিউনিটি ক্লিনিক, সাহেবগ্রাম কমিউনিটি ক্লিনিক ও শুক্রবাড়ী কমিউনিটি ক্লিনিক।

®

মৌজার সংখ্যা

:

৬টি; রামচন্দ্রপুর, চৌডালা মৌজা, বসনীপাড়া মৌজা, বেনীচক মৌজা, দিয়াড় চৌডালা মৌজা ও শুক্রবাড়ী মৌজা

®

গ্রামের সংখ্যা

:

২৬টি; বসনীটোলা, নন্দলালপুর, দাঁড়াবাদ, চৌডালা, উদয়নগর, চর উদয়নগর, চৌডালা অংশ-১, চৌডালা অংশ-২, উত্তর ইসলামপুর, উত্তর হাউসনগর, পরামানিক পাড়া, বিরাম পাড়া, দক্ষিন হাউসনগর, বেনীচক, মোমিন পাড়া, সোনার পাড়া, বালুটুংগী, দিয়াড় ইসলামপুর, দক্ষিন ইসলামপুর, পূর্ব পশ্চিম সাহেবগ্রাম, সাহেবগ্রাম, শুক্রবাড়ী, ফতেপুর, হরিনগর, কদমতলী, বেলাল বাজার।

®

বিনোদন কেন্দ্র/দর্শনীয় স্থান

:

চৌডালা মহানন্দা ব্রীজ।

®

বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা

:

বয়স্কভাতা ১১১৭ জন, বিধবা ৪২৮ জন, প্রতিবন্ধী ৪২২ জন, ভিজিডি ২৭০ জন ও অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি ১৭৩ জন।

®

মুক্তিযোদ্ধা ভাতাভোগীর সংখ্যা

:

১৬ জন।